প্রকাশিত: ২:২২ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার নিয়ে সিলেট সিটি করপোরেশনের দুরভিসন্দিহমূলক সিন্ধান্ত রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণীপেশার সংগঠনের নেতৃবৃন্দ।
গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ভেতরে বাণিজ্যিক স্হাপনা তৈরি ও অর্থের বিনিময়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বরাদ্দের বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সিলেট বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সমগ্র জাতির গভীর আবেগ ও শ্রদ্ধার প্রতীক।
অর্থের বিনিময়ে শহীদ মিনার বরাদ্দ কিংবা স্মৃতিসৌধের অভ্যন্তরে বাণিজ্যিক উদ্দেশ্যে স্হাপনা তৈরি সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের উদ্ভট চিন্তা, রাজনৈতিক দেউলিয়াত্ব, গণতান্ত্রিক রাজনৈতিক -সাংস্কৃতিক কর্মকাণ্ড সংকুচিত করার স্বৈরতান্ত্রিক মানসিকতার পরিচায়ক এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী।
নেতৃবৃন্দ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সিসিক মেয়র কর্তৃক অর্থের বিনিময়ে বরাদ্দ দেওয়ার চক্রান্ত বন্ধ এবং স্মৃতিসৌধের অভ্যন্তরে মূল স্থাপনার বাহিরে সকল স্হাপনা অবিলম্বে ভেঙ্গে ফেলার আহ্বান জানান এবং এবিষয়ে সোচ্চার হওয়ার জন্য সিলেটের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন,শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের প্রতি আহ্বান জানান।
বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী, সিলেট জেলা সিপিবির সাবেক সভাপতি এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্ল্যাহ শহিদুল ইসলাম, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী ,আইডিয়ার প্রধান নির্বাহী নজমুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অম্বরিষ দত্ত, নাগরিক মৈত্রীর সমর বিজয় শেখর, ন্যাপ ঐক্য সিলেট জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, সিপিবি জেলা সভাপতি ফরহাদ হোসেন, গণতন্ত্রী পার্টি জেলা মোঃ আরিফ মিয়া, জাসদ মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমেদ, বাসদ(মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়, ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি সিকান্দর আলী, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, সাম্যবাদী দলের ব্রজগোপাল চৌধুরী, কমিউনিস্ট লীগের জেলা সভাপতি সিরাজ আহমদ, ন্যাপ ঐক্য সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, জাসদ জেলা সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, জাসদ মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাছান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল মুনির, আব্দুল কাইয়ুম মুকুল, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য এডভোকেট হুমায়ূন রশীদ শোয়েব, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু, সাম্যবাদী আন্দোলনের এডভোকেট রণেন সরকার রনি, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহ্বায়ক মাছুমা রুমা প্রমুখ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech