প্রধানমন্ত্রীর উপহার ‘ভেড়া’ পেলেন ১০৯ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৩

প্রধানমন্ত্রীর উপহার ‘ভেড়া’ পেলেন ১০৯ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার

মনজু বিজয় চৌধুরী: কুলাউড়ায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের উন্নতজাতের ভেড়া বিতরণ করা হয়েছে।

রবিবার ১২ মার্চ দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ দপ্তরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগী পরিবারের মধ্যে এ বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকারের সভাপতিত্বে ভেড়া বিতরণীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।

বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি প্রভাষক এএনএম আলমসহ বিভাগীয় কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০৯ সুফলভোগী পরিবারের মধ্যে বিনামূল্যে ২টি করে ভেড়াসহ খাবার বিতরণ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার বলেন, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রদত্ত প্রতিটি পরিবারকে ২টি করে ভেড়ার সাথে দানাদার খাবারসহ উপকরণ ও ১ বছরের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। তবে সুফলভোগীরা বিনামূল্যে প্রাপ্ত এসব ভেড়া ৩ বছরের মধ্যে বিক্রি বা হস্তান্তর করতে পারবে না।

এ প্রকল্পের আওতায় উপজেলার বরমচাল, ব্রাহ্মণবাজার, টিলাগাঁও, জয়চণ্ডী, সদর, কর্মধা ও শরীফপুরসহ ৭ ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগী পরিবারের মধ্যে ভেড়াসহ খাবার বিতরণ করা হয়।

0Shares