জানা গেছে, মঙ্গলবার দুপুরে বন বিভাগের সমনভাগ বিটের দলছড়া ও মাখালজুড়া এলাকার বনাঞ্চলে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। ধারণা করা হয় প্রভাবশালীদের ছত্রছায়ায় অসাধু চক্র বনভূমি জবর দখলের উদ্দেশ্যে জঙ্গলে অগ্নিসংযোগ করেছে। দুর্বৃত্তের আগুনে বনের কয়েক হেক্টরের ঝোপঝাড় ও গাছপালা পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে বনবিভাগের লোকজন দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নেভান। তবে আগুনে বিপর্যয়ের মুখে পড়েছে বনভূমির প্রাকৃতিক পরিবেশ, ধ্বংস হয়েছে বন্যপ্রাণির আবাসস্থল।
বনবিভাগের বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস জানান, খবর পেয়েই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। আনুমানিক দুই হেক্টর বনভূমির ঝোপঝাড় পুড়ে গেছে এবং গাছপালার পাতা ঝলসে গেছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আগুনের এই ঘটনায় শনিবার সন্ধ্যায় সমনবাগ বিট কর্মকর্তা নুরুল ইসলাম থানায় সাধারণ ডায়রি করেছেন।
বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান রোববার বিকেলে জানান, সংরক্ষিত বনাঞ্চলের অগ্নিকান্ডের এই ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি কোন মহলের পরিকল্পিত ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।