উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-পোল্যান্ড

প্রকাশিত: ৩:৫০ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২৩

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-পোল্যান্ড
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি

 

স্পোর্টস ডেস্ক :: রোববার দুপুরে কাবাডি স্টেডিয়াম মুখরিত হয়েছিল ১২ দেশের অধিনায়কদের উপস্থিতিতে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ট্রফি উন্মোচন অনুষ্ঠানে। আজ সোমবার থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের তৃতীয় আসর নিয়ে প্রথমে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রাহমানের ব্রিফিং এবং পরে ট্রফি উন্মোচণ জানান দিয়েছে দেশের জাতীয় খেলার আরেকটি জমজমাট আসর বসতে যাচ্ছে।

 

প্রথম আসরে ৫ দেশ, দ্বিতীয় আসরে ৮ দেশ এবং এবার ১২ দেশ নিয়ে জাতির পিতার নামের আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ঘোষণা দিয়েছেন আগামীতে এই টুর্নামেন্টের কলেবর আরো বাড়বে।

 

পল্টনের কাবাডি স্টেডিয়াম লাগোয়া ভলিবল স্টেডিয়ামে হবে আন্তর্জাতিক এই টুর্নামেন্ট। বিকেল সাড়ে ৩টায় আনুষ্ঠানিক উদ্বোধন, সাড়ে চারটায় কোর্টের লড়াই শুরু। উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশ খেলবে ইউরোপের দেশ পোল্যান্ডের বিপক্ষে। আগের দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। লাল-সবুজ জার্সিধারীদের সামনে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। ট্রফি উন্মোচন করে বাংলাদেশ অধিনায়ক তুহিন তরফদার সেই আশার কথাই শোনালেন।

 

১২ দেশ দুই গ্রুপে বিভক্ত হয়ে লিগ পদ্ধতিতে খেলবে। ‘এ’ গ্রুপে গত দুইবারের চ্যাম্পিয়ন ও স্বাগতিক বাংলাদেশের সাথে পড়েছে ইরাক, নেপাল, ইংল্যান্ড, আর্জেন্টিনা ও পোল্যান্ড। ‘বি’ গ্রুপে খেলবে দুই আসরের রানার্সআপ কেনিয়া, শ্রীলংকা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও চাইনিজ তাইপে।

 

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষ করে ২০২১ সালে কাবাডির আন্তর্জাতিক টুর্নামেন্ট বঙ্গবন্ধু কাপের যাত্রা শুরু। এশিয়া, ইউরোপ, আফ্রিকা মহাদেশের গণ্ডি পেরিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাপ কাবাডি দক্ষিণ আমেরিকা মহাদেশেও তার ব্যাপ্তি ছাড়িয়েছে। প্রথমবার টুর্নামেন্টে অংশ নিচ্ছে ফুটবলের বিশ্বচ্যাম্পিয়ন মেসির দেশ আর্জেন্টিনার কাবাডি দল।

 

0Shares