মৌলভীবাজারে বিআরটিএতে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৩

মৌলভীবাজারে বিআরটিএতে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধন
মনজু বিজয় চৌধুরী: মৌলভীবাজারে প্রথমবারের মতো বিআরটিএতে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ শুরু হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সোমবার ১৩ মার্চ সকালে জেলা বিআরটিএর উদ্যোগে বিআরটিএ কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

বিআরটিএর সহকারী পরিচালক মো. ডালিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহীনা আক্তার প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব মুন্সিখানা, জেএম ও ফ্রন্টডেস্ক) ঊর্মি রায়,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা ও ফর্মস এন্ড স্টেশনারী শাখা)ফয়সাল মাহমুদ ফুয়াদ,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা, অভিযোগ ও তথ্য শাখা এবং তথ্য প্রদান ইউনিট) খাদিজা তাহিরা,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ব্যবসা ও বাণিজ্য শাখা, প্রবাসী কল্যাণ শাখা এবং সার্টিফিকেট শাখা))মোঃ দুলাল হোসেন,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাওন মজুমদার সুমন,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ।

বিআরটিএর সহকারী পরিচালক মো. ডালিম উদ্দিন জানান, এখন থেকে একই দিনে পরীক্ষা ও ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার ফলে সময় বাঁচবে। এ কার্যক্রমের ফলে বাড়িতে বসেই পাওয়া যাবে লাইসেন্স। লাইসেন্স কার্ড প্রস্তুত হলে লাইসেন্সপ্রত্যাশীদের বাড়িতে লাইসেন্স পৌঁছানো হবে ডাকে। ফলে সেবাপ্রত্যাশীদের বারবার বিআরটিএ কার্যালয়ে আসতে হবে না।

0Shares