ড. উর্মি বিনতে সালামকে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ

প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২৩

ড. উর্মি বিনতে সালামকে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ

মনজু বিজয় চৌধুরী: দেশের আট জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তাদের মধ্যে সাতজনই নতুন করে ডিসি পদে দায়িত্ব পেয়েছেন। আজ রোববার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কুমিল্লার দেবীদ্বারের কৃতি সন্তান গুনাইঘর ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মহোদয়ের সুযোগ্য কন্যা ডঃ উর্মি বিনতে সালাম মৌলভীবাজার জেলা প্রশাসক হিসেবে নিযুক্ত হয়েছেন।

মৌলভীবাজার জেলায় ড. উর্মি বিনতে সালামকে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মৌলভীবাজারের জেলা প্রশাসক (ডিসি) মীর নাহিদ আহসানের বদলির আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। মীর নাহিদ আহসানের স্থলাভিষিক্ত হচ্ছেন মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপসচিব ড. উর্মি বিনতে সালাম।

 

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ