মৌলভীবাজারে বিএনপির মানববন্ধনে হামলায় নাসির আহমেদ শাহিনের নিন্দা

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৩

মৌলভীবাজারে বিএনপির মানববন্ধনে হামলায় নাসির আহমেদ শাহিনের নিন্দা

 

 

 

 

ডায়ালসিলেট ডেস্ক ::  মৌলভীবাজারে বিএনপির মানববন্ধন কর্মসূচিতে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানসহ বিএনপি নেতাকর্মীদের উপর ছাত্রলীগ ও যুবলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য সেচ্ছাসেবকদলের সভাপতি নাসির আহমেদ শাহিন।

 

 

 

তিনি বলেন, সারা দেশের ন্যায় মৌলভীবাজারে বিএনপি আয়োজিত বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে মানববন্ধনের প্রস্তুতিকালে সরকার দলীয় পেটোয়া বাহিনী ছাত্রলীগ ও যুবলীগের অতর্কিত হামলা চালায়।

 

 

 

আজ আওয়ামীলীগ এখন বাংলাদেশকে লুটিয়ে খাচ্ছেে ক্ষমতায় থাকার জন্য বিনা উস্কানিতে শান্তিপূর্ণ কর্মসূচীতে বিএনপি নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। অবৈধ সরকারের লেলিয়ে দেয়া ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা যে হামলা চালিয়েছে তার দাতভাঙ্গা জবাব এদেশের মাটিতে দেয়া হবে। প্রত্যেককে সনাক্ত করে এর জবাব দেয়া হবে। সরকার আজ বেসামাল হয়ে গেছে। বাংলাদেশের মানবাধিকার নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই, মানুষের অধিকার আদায়ে এই অবৈধ আওয়ামীলীগ সরকার পুরোপুরী ব্যর্থ। সাধারণ মানুষ আজ তাদের অধিকার আদায়ে বঞ্চিত তারা প্রতিবাদ করলেই পুলিশ ধরে নিয়ে যায় না হয় যুবলীগ ছাত্রলীগ সন্ত্রাসীরা এসে বাসা-বাড়িতে হামলা করে। তাই এদেরকে প্রতিহত করতে হলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অবৈধ আওয়ামী সরকারকে হঠাতে হবে।

 

 

 

উল্লেখ্য, স্থানীয়রা জানান, বিএনপির মানববন্ধন কর্মসূচির প্রস্তুতিকালে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা লাঠিসোটা দিয়ে হামলা করে। তারা পুলিশের উপস্থিতিতে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় হামলায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী রক্ষা পেলেও প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে এম নাসের রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, জেলা জাসাসের সদস্য সচিব জসিম তালুকদারসহ নেতাকর্মীদের প্রায় ২০ জন আহত হন।

 

 

0Shares