প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৩
মনজু বিজয় চৌধুরী॥ আসন্ন পবিত্র রমজান উপলক্ষে মৌলভীবাজার জেলার ৭২ হাজার ২শত পরিবারের মধ্যে উপকারভোগী পরিবারের নিকট নিত্যপ্রয়োজনীয় পণ্য- সামগ্রী মূল্যে বিত্রুয় কার্যত্রুমের শুভ উদ্ধোধন করেন উদ্বোধক জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
মঙ্গলবার ১৪ র্মাচ পবিত্র পবিত্র রমজান মাস উপলক্ষে মৌলভীবাজার জেলা সদর থানার পুরাতন হাসপাতাল সড়কে সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে মৌলভীবাজার সদর উপজেলার আয়োজনে ও ট্রেডিং র্কপোরেশন অব বাংলাদশে (টিসিবি) এর আজ মৌলভীবাজার পৌরসভার ৪-৫ ওয়ার্ডে ৫০০ জনকে পরিবারের কাছে টিসিবির বিতরণ করা হয়। ১২ হাজার মৌলভীবাজার সদরের এ পণ্য বিক্রি করা হবে। ধাপে ধাপে সাশ্রয়ীমূল্যে টিসিবির পর্যাক্রমে জেলা সদরসহ সবকটি উপজেলায় বিতরণ করা হবে।
পণ্য বিক্রির র্কাযক্রমের শুভ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান,উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিন, সদর উপজেলা ভূমি অফিসার সাদিয়া সুলতানাসহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার জেলার ৭২ হাজার ২শত পরিবারের মধ্যে উপকারভোগী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে তেল, ডাল, চিনি, ছোলা বিক্রি করা হচ্ছে। কার্ডধারী প্রতি পরিবার ৪৭০ টাকা প্যাকেজে ছোলাসহ ৪টি নিত্যপণ্য পাবেন। এরমধ্যে ৫০ টাকা দামে ১ কেজি ছোলা, ৬০ টাকা দামে ১ কেজি চিনি, ১৪০ টাকা দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল এবং ২২০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবে।
জেলা প্রশাসক বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত দেশব্যাপী ১ কোটি নিম্নআয়ের পরিবারের মধ্যে সাশ্রয়ীমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ লাঘবে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech