প্রকাশিত: ২:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেট।
আগামীকাল ১৫ মার্চ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে বিকাল ৪টা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ইমজা সূত্রে জানা গেছে, তিনটি পৃথক গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গ্রুপগুলো হচ্ছে—
‘ক’ গ্রুপ: প্রথম থেকে তৃতীয় শ্রেণি
বিষয়: ঐচ্ছিক
‘খ’ গ্রুপ: চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি
বিষয়: বাংলাদেশের মুক্তিযুদ্ধ
‘গ’ গ্রুপ: সপ্তম থেকে দশম শ্রেণি
বিষয়: বঙ্গবন্ধু ও স্বাধীনতা
আয়োজকেরা জানান, অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হবে। তুলনামূলক ভালো নাম্বার পাওয়া প্রতিযোগীদের পুরষ্কার ও সনদ প্রদান করা হবে ১৭ মার্চ, বিকাল ৫ টায়, জিন্দাবাজারস্থ ইমজা কার্যালয়ে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ০১৭৬০ ৮৭৮ ৬৯১, ০১৭১৫ ২৫০ ৭৭৩ অথবা ০১৭১৬ ২০৭ ৪৯৪ নাম্বারে হোয়াটসঅ্যাপে বা টেক্সট ম্যাসেজ করে প্রতিযোগীর নাম, শিক্ষা প্রতিষ্ঠান, বয়স, অভিভাবকের মোবাইল নাম্বার জমা দিতে বলা হয়েছে।
নাম তালিকাভুক্তির শেষ তারিখ ১৪ মার্চ পর্যন্ত।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech