প্রকাশিত: ১:২৭ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: দৈনিক দেশ রূপান্তরের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী সিলেটে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার বিকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সুধী সমাবেশের আয়োজন করা হয়। শুরুতে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন অতিথিরা।
সুধী সমাবেশে বক্তারা বলেন, প্রতিষ্ঠার মাত্র চার বছরের মধ্যেই দৈনিক দেশ রূপান্তর পাঠকের মন জয় করেছে। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি পাঠকের আস্থা অর্জন করেছে।
দৈনিক দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক ফখরুল ইসলামের সঞ্চালনায় সুধী সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান।
এছাড়াও উপস্থিত ছিলেন ও বকব্য দেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমদ, দৈনিক কালবেলার সিলেট ব্যুরো চীফ লিয়াকত শাহ ফরিদী, দৈনিক মানবজমিনের সিলেট ব্যুরো চিফ ওয়েছ খছরু, দৈনিক উত্তরপূর্বের চিফ রিপোর্টার তালুকদার আনোয়ারুল ইসলাম পারভেজ, দৈনিক যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা, মহিলা আওয়ামী লীগের নেত্রী রওশন জেবিন রুবা, দৈনিক উত্তরপূর্বের জ্যেষ্ঠ প্রতিবেদক সজল ঘোষ, সিলেট জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, বিডিনিউজের সিলেট প্রতিনিধি বাপ্পা মৈত্র, দৈনিক দেশ রূপান্তরের শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল্লা আল মাসুদ, জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মিঠু দাস জয়, সিলেট জেলা পুলিশের মিডিয়া শাখার কর্মকর্তা শ্যামল বণিক, দৈনিক উত্তরপূর্বের কমার্শিয়াল ম্যানেজার ইকবাল হোসেন আনা, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বিলকিস আক্তার সুমি, সাধারণ সম্পাদক মনিকা ইসলাম, ব্যবসায়ী জাকির হোসেন, সংবাদপত্র পরিবেশক ইসমাঈল হোসেন, হকার্স সমিতির নেতা নাহেদুল ইসলাম প্রমুখ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech