মৌলভীবাজার সদর মডেল অভিযানে ২জন পলাতক আসামী গ্রেফতার

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৩

মৌলভীবাজার সদর মডেল অভিযানে ২জন পলাতক আসামী গ্রেফতার

মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী এর সার্বিক তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মশিউর রহমান ও পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ আবুল কালাম এর দিক নির্দেশনায় মৌলভীবাজার সদর মডেল থানায় কর্মরত এসআই(নিঃ)/সৈয়দ বশির আহমদ এর নেতৃত্বে এএসআই(নিঃ)/মোঃ জহুরুল ইসলাম, এএসআই(নিঃ)/রায়হান আহমদ সহ একটি আভিজানিক টিম ১৩ মার্চ মৌলভীবাজার সদর মডেল থানাধীন কাগাবালা এলাকায় অভিযান পরিচালনা করিয়া জিআর-১৮৫/০৯(নবী) এর ০৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফখরুল উরফে ফহর (২৫) পিতা-আব্দুল আজিজ, সাং-আথানগিরি, থানা ও জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) কাঞ্চন দাশ এর নেতৃত্বে এএসআই(নিঃ) সাইদুর রহমান, এএসআই(নিঃ)/আবুল কালাম আজাদ সহ অপর একটি আভিজানিক টিমের ১৩ মার্চ মৌলভীবাজার সদর মডেল থানাধীন ধরকাপন এলাকায় অভিযান পরিচালনা করিয়া সিআর-১২৩৩/২২ (বিদ্যুৎ) এর পলাতক আসামী সাজু আহমদ, পিতা-শামসুর রহমান, সাং-পূর্ব ধরকাপন, থানা ও জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করা হয়। বর্ণিত আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইবে।

মৌলভীবাজার পুলিশ সুপার, প্রত্যক্ষ তত্ত্বাবধানে থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রনে রাখার নিমিত্তে “টিম মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ” বদ্ধপরিকর। বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত আছে।

0Shares