প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক :: আরবি রমজান মাসকে বলা হয় সংযমের মাস। কিন্তু বাংলাদেশে প্রতি বছর পবিত্র এই মাস শুরু হতেই বেড়ে যায় নিত্যপণ্যের দাম। সংযমের পরিবর্তে মুনাফালোভী সিন্ডিকেটগুলো আরও বেপরোয়া হয়ে ওঠে। তাতে দুর্ভোগ বাড়ে সাধারণ মানুষের। অথচ রমজান এলে এর বিপরীত চিত্র দেখা যায় আরব দেশগুলোতে। রোজার আগেই সেখানে শুরু হয়ে যায় ছাড়ের ছড়াছড়ি। সেই ধারাবাহিকতা অব্যাহত থাকছে এবারও।
উপসাগরীয় ছোট্ট দেশ সংযুক্ত আরব আমিরাতে এ বছর রমজান মাস শুরু হতে পারে আগামী ২৩ মার্চ। কিন্তু তার ১০ দিন আগেই রোজা উপলক্ষে ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে স্থানীয় হাইপারমার্কেট ও সুপারমার্কেটগুলো। ১০ হাজারের বেশি খাদ্য ও অখাদ্য পণ্যে এই ছাড় পাচ্ছেন আমিরাতের বাসিন্দারা।
একনজরে দেখে নেওয়া যাক আমিরাতে কোন কোন প্রতিষ্ঠান রমজান উপলক্ষে মূল্যছাড় দিচ্ছে:
লুলু হাইপারমার্কেটস: আমিরাতজুড়ে ৯৭টি আউটলেটে রমজান মাস উপলক্ষে বিশাল মূল্যছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। তারা জানিয়েছে, মুদি, খাদ্যপণ্য, হোম অ্যাপ্লায়েন্স, ইলেকট্রনিকস, গৃহসজ্জাসহ বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত পণ্যের ওপর ৬০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন ক্রেতারা। এছাড়া, রমজান উপলক্ষে ‘প্রাইস লক’ কর্মসূচি চালু করছে লুলু। এর ফলে বাজার পরিস্থিতি যেমনই হোক, রমজান মাসজুড়ে নির্বাচিত কিছু পণ্য একই দামে বিক্রি করবে প্রতিষ্ঠানটি।
ইউনিয়ন কুপ: দুবাই-ভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি থেকে রমজান মাসে ১০ হাজারের বেশি খাদ্য-অখাদ্য পণ্যে ৭৫ শতাংশ মূল্যছাড় পাবেন ক্রেতারা। প্রচারাভিযান চলাকালীন এই সুবিধা ধাপে ধাপে ইউনিয়ন কুপের সব শাখা এবং এর অনলাইন স্টোর ও অ্যাপে চালু হবে।
ক্যারেফোর: সুপারমার্কেট জায়ান্ট ক্যারেফোর রমজান মাস উপলক্ষে ছয় হাজারের বেশি পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে। এছাড়া রোজার মাসে বাড়তি চাহিদার কথা মাথায় রেখে পণ্যের মজুত ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। এই প্রচারাভিযান চলবে প্রায় দেড় মাস।
আল আদিল ট্রেডিং: পবিত্র মাসে রোজদারদের সুবিধায় বড় ছাড় দিচ্ছে আল আদিল ট্রেডিং। রমজান মাস শুরুর ১৫ দিন আগেই শুরু হয়েছে তাদের প্রচারাভিযান। এ বছর চার শতাধিক পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
আল মায়া সুপার মার্কেট: পানীয়, হিমায়িত খাবার, তাজাপণ্য, মুদিপণ্যসহ ৪৮০টির বেশি পণ্যে টানা দেড় মাস বিশেষ মূল্যছাড় দেবে আল মায়া সুপারমার্কেট। মার্চের ১ তারিখ থেকে শুরু হওয়া এই প্রচারাভিযানে ৩০ শতাংশের মতো ছাড় পাবেন ক্রেতারা।
প্রতিবছরের মতো এবারও রমজান মাসের আগেই কয়েকশ পণ্যের দাম কমালো কাতার। ২০২১ সালে দেশটি প্রায় ৬৫০ পণ্যের দাম কমিয়েছিল, ২০২২ সালে কমিয়েছিল আট শতাধিক পণ্যের। এবার সেই সংখ্যা বেড়ে নয়শ ছাড়িয়েছে।
কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এ বছর রমজান মাস শুরু হতে পারে আগামী ২৩ মার্চ। তার আগেই কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, গত রোববার (১২ মার্চ) থেকে দেশটিতে নয় শতাধিক পণ্য বিশেষ মূল্যছাড়ে বিক্রি শুরু হয়েছে। চলবে রমজান শেষ হওয়া পর্যন্ত।
দেশটির বড় বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে বলে জানিয়েছে কাতার সরকার।
কাতারি বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, খাত্য ও ভোগ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় পবিত্র রমজান মাসে সেগুলো কম দামে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কাতারে রমজান মাসে পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় খাদ্যসহ বিভিন্ন ধরনের ভোগ্যপণ্যের দাম কমানো হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে চাল, ময়দা, নুডুলস, দই ও দুগ্ধজাত পণ্য, সিরিয়াল ও কর্নফ্লেক্স, গুঁড়ো দুধ ও কনডেন্সড মিল্ক, রান্নার তেল, মাখন, পনির, জুস, চিনি, কফি, লবণ, খেজুর, বোতলজাত পানি, টিস্যু পেপার, ডিটারজেন্ট পাউডার, পেস্ট্রি, লেবু, হিমায়িত শাকসবজি, মুরগি, ডিম, মাংস, টমেটোর পেস্ট, চা, ঘি, খামির, ব্যক্তিগত স্বাস্থ্যপণ্য, আবর্জনা ব্যাগসহ আরও অনেক কিছু।
-সূত্র: খালিজ টাইমস
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech