ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের আওতায় নির্মিত ঘরের চাবি হস্তান্তর

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৩

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের আওতায় নির্মিত ঘরের চাবি হস্তান্তর

মনজু বিজয় চৌধুরী: মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসন আয়োজনে “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে নির্মিত ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
বুধবার ১৫ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন আওতায় গৃহীত কার্যক্রমের আওতায় নির্মিত ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মৌলভীবাজার সদর উপজেলার প্রেমনগর চা বাগানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, মীর নাহিদ আহসান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিনসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।

0Shares