প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক ॥ লেবুজাতীয় সুস্বাদু ফল কমলা চাষের জন্য সিলেটকে ‘কমলার ঘর’ বলা হয়। দেশে-বিদেশে নাগপুরি ও খাশি এ দুই জাতের সবুজ রসালো কমলার বেশ সুনাম রয়েছে। সিলেট অঞ্চলের মৌলভীবাজারের পাহাড়-টিলা এলাকায় পানির অভাবে সবুজ কমলা চাষ এখন আর আগের মতো হয় না।
কমলা চাষের জন্য পর্যাপ্ত পরিমাণে পানির প্রয়োজন হয়। কমলা গাছে যখন ফুল আসতে শুরু করে তখন তীব্র পানির সংকট দেখা দেয়। ফলে গত দুই বছরে পানির অভাবে পর্যাপ্ত পরিমাণে ফল ধরেনি। এ বছরও সেচের ব্যবস্থা না থাকায় গাছ থেকে ফুল ঝরে যাচ্ছে । নষ্ট হয়ে যাছে খুদে ফল। এতে চরম হতাশায় কমলা চাষিরা।
জেলার সীমান্তবর্তী উপজেলা জুড়ী। এ অঞ্চলের সমতল ও উঁচু-নিচু পাহাড়ে চাষ হয় সিলেটের বিখ্যাত কমলা। এই উপজেলাতে ছোট বড় মোট ৮৫ টি কমলা বাগান আছে। শুধু কমলা নয় আদালেবু, বাতাবিলেবু, জাড়ালেবু, কাঁটালেবু, সাতকড়া, বিভিন্ন জাতের লেবউর জন্যও বিখ্যাত সিলেটের জুড়ী উপজেলা। এই উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলা, লালছড়া, রুপাছড়া, জড়িছড়া, হায়াছড়া, শুকনাছড়া, ডোমাবাড়ী ও কচুরগুল এলাকায় এসব ফল চাষ হয়। তবে এ বছর মৌসুমে বৃষ্টি হয়নি। তীব্র খরার কারণে কমলার ফুল ঝরে যাচ্ছে। এতে বিগত বছরের মতো এবারও কমলার উৎপাদন অনেক কম হবে আশঙ্কা করছেন চাষিরা। ডোমাবাড়ী এলাকার প্রবীণ কমলাচাষি সফিক উদ্দিন বলেন, এই মৌসুমে বৃষ্টি না হলে মানুষের খাওয়ার পানি সংকট দেখা দিবে। আর লেবুজাতীয় ফসল টেকানো তো কঠিন। গভীর নলকূপ থেকে পাম্প দিয়ে যদি সেচের কোনো ব্যবস্থা করা হয় তাহলে এমন খরায় হয়তো কমলার ফল টিকবে। তাছাড়া লেবু জাতীয় ফসল দিন দিন যেভাবে কমছে এক সময় শেষ হয়ে যাবে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech