মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শনে বিভাগীয় কমিশনার 

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৩

মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শনে বিভাগীয় কমিশনার 
মনজু বিজয় চৌধুরী:  মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত এবং বিভিন্ন শাখা পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার, ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

বুধবার ১৫ মার্চ বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিযেশন মৌলভীবাজার জেলা শাখার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।এর পূর্বে ভোগতেরা কমিউনিটি ক্লিনিক দর্শন, উপজেলা ইনোভেশন কমিটির সভায় যোগদান, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন, উপজেলা ভূমি অফিস দর্শন, ইউনিয়ন ভূমি অফিস দর্শন, নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয়, পশ্চিম জুড়ী দর্শন এবং নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয়, পশ্চিমজুড়ী বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজ দর্শন করেন।

শেষে জুড়ী উপজেলার সভা কক্ষে উপজেলার কর্মরত কর্মকর্তা ও জনপ্রতিনিধের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

0Shares