বঙ্গবন্ধু কাবাডিতে বাংলাদেশের হ্যাটট্রিক জয়

প্রকাশিত: ২:২১ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২৩

বঙ্গবন্ধু কাবাডিতে বাংলাদেশের হ্যাটট্রিক জয়

স্পোর্টস ডেস্ক :: বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার মিশনে ভালোভাবেই এগিয়ে চলছে বাংলাদেশ। গ্রুপপর্বের ৫ ম্যাচের মধ্যে তিনটি খেলে তিনটিতেই জয় পেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

 

পোল্যান্ডকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে সহজেই হারিয়েছিল আর্জেন্টিনাকে। বৃহস্পতিবার নেপালকে হারিয়ে হ্যাটট্রিক জয় পেয়েছেন তুহিন তরফদাররা।

 

পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে টুর্নামেন্টের চতুর্থ দিনে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল দক্ষিণ এশিয়ার দেশ নেপালের। ফর্মের তুঙ্গে থাকা বাংলাদেশ দলের সামনে দাঁড়াতেই পারেনি নেপাল কাবাডি দল।

 

৪০-২৪ পয়েন্টে ম্যাচ জিতে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করেছে স্বাগতিকরা। বাংলাদেশ প্রথমার্ধে ২১-৯ পয়েন্টে এগিয়েছিল। ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের রাসেল হাসান।

 

দিনের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৫৯-২৪ পয়েন্টে হারিয়ে হ্যাটট্রিক জয় পেয়েছে থাইল্যান্ডও। ম্যাচের প্রথমার্ধে ২৫-১৪ পয়েন্টে এগিয়ে থেকে ম্যাট ছাড়েন থাই খেলোয়াড়রা। দ্বিতীয়ার্ধেও নিজেদের আধিপত্য ধরে রাখে থাইরা। এ জয়ে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রাখল দলটি।

 

টানা দুই হারের পর জয়ের মুখ দেখেছে কেনিয়া। গত দুই আসরের রানার্সআপ কেনিয়া দিনের দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়াকে হারিয়েছে ৩৩-৬৫ পয়েন্ট। চাইনিজ তাইপের বিপক্ষে হার দিয়ে এবারের আসর শুরু করেছিল কেনিয়া। দ্বিতীয় ম্যাচে হারে থাইল্যান্ডের কাছে। ইন্দোনেশিয়াকে হারানোর মধ্য দিয়ে টুর্নামেন্টে টিকে থাকল আফ্রিকার প্রতিনিধিরা।

 

0Shares