মেয়র আরিফের হার্টে ৩টি ব্লক, পরানো হলো দুটি রিং

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২৩

মেয়র আরিফের হার্টে ৩টি ব্লক, পরানো হলো দুটি রিং

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরীর হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। তার হার্টের ব্লকে দুটি রিং বসানো হয়েছে।

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী মহিবুল ইসলাম ইমন এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মুমিনুজ্জামানের তত্ত্বাবধানে মেয়র আরিফের এনজিওগ্রাম করা হয় এবং হার্টে তিনটা ব্লক ধরা পড়ে। তিনটি ব্লকে দুটি রিং দিয়ে পুরোটা কভার করা হয়েছে। মেয়র এখনো আইসিইউতে।’

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, মেয়র আরিফুল হকের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

রোববার (১২ মার্চ) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সিলেট মেয়র আরিফুল হক চৌধুরী। রাতেই সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ইউনাইটেড হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা।

এর আগে ২০১৪ সালে হৃদরোগে আক্রান্ত হলে মেয়র আরিফুল হকের হার্টে একটি রিং পরানো হয়। হৃদরোগের পাশাপাশি তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রয়েছে।

মেয়রের সুস্থতা কামনায় তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ