প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক ॥ সর্বত্র সহিংসতার বিরুদ্ধে মানুষ’ এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে শান্তি ও স্থিতিশীলতার লক্ষে বিভিন্ন শ্রেণীর মানুষদের নিয়ে পিএফজি’র ফলো-আপ মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় শ্রীমঙ্গলের মৌলভীবাজারস্থ হোটেল গ্র্যান্ড তাজ এন্ড পার্টি সেন্টারে পিএফজি শ্রীমঙ্গলের উদ্যোগে এ ফলোআপ সভা অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় ও ইউকে এইড অর্থায়নে মিটিং এ উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিস ফ্যাসিলেটটরি গ্রুপ (পিএফজি) এর কেন্দ্রীয় প্রোগ্রাম সমন্বয়কারী মাইমুনা আক্তার রুবি। পিএফজি শ্রীমঙ্গল এর কোঅর্ডিনেটর সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিলেট বিভাগীয় কোঅর্ডিনেটর মো: মোজাম্মেল হক।
বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, মৌলভীবাজার জেলা পরিষদের মহিলা সদস্য (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) হেলেনা চৌধূরী, পিএফজি শ্রীমঙ্গলের এ্যাম্বসেডর কাজী আছমা আক্তার, জহির আহম্মেদ শামীম, উপজেলা আ’লীগের সহসভাপতি মো. সমশের খান, উপজেলা জাসদ সভাপতি এলেমান কবীর, উপজেলা কৃষকদলের আহবায়ক মো. মকসুদুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মো. মহিউদ্দিন জারু, উপজেলা জাতীয় পাটি নেতা সৈয়দ খালেদ আহমেদ, আলম খান, পৌরসভার প্যানেল মেয়র মীর এম এ সালাম, মহিলা কাউন্সিলর মোছা. তানিয়া আক্তার, সাবেক ইউপি সদস্য মো. ফিরোজ মিয়া, এডভোকেন্সী নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক দিলীপ কুমার কৈরী, সমাজকর্মী মো: আনহারুল ইসলাম প্রমুখ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন অন্যান্য রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech