প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক ॥ মুজিববর্ষ উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ৬৪ ভূমিহীন ও গৃহহীন পরিবার। ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘরগুলোর উদ্বোধন করার পর ৬৪ জন সুবিধাভোগী পরিবারদের মধ্যে এ ঘরগুলো হস্তান্তর করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার।ইউএনও জানান, আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ অনুষ্ঠানকে সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ৩য় ও ৪র্থ পর্যায়ে মোট ৬৪ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে এ ঘর হস্তান্তর করা হবে।
এদিকে, প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নতুন নির্মিত আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করছেন ইউএনও মো. মাহমুদুর রহমান খোন্দকারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech