ঢাকা ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন
প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক ॥ চা শ্রমিকদের ন্যায্য মজুরি- মর্যাদাসম্পন্ন জীবন প্রতিষ্ঠার লক্ষ্যে আপোষহীন বিপ্লবী ধারায় ট্রেড ইউনিয়ন গড়ে তোলার আহ্বান নিয়ে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের সদস্য সংগ্রহ অভিযান মৌলভী চা বাগানে আজ ১৯ মার্চ’২৩ রবিবার, বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়। সদস্য সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা কমরেড আবুল হাসান (অ্যাডভোকেট)। জগদীশ শুক্ল বৈদ্যের সভাপতিত্বে এবং চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কিরণ শুক্ল বৈদ্যের সঞ্চালনায় অনুষ্ঠিত সদস্য সংগ্রহ অভিযান সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশী, সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ।