স্কাউট দীক্ষা নিলেন মেয়র ফজলুর রহমান

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৩

স্কাউট দীক্ষা নিলেন মেয়র ফজলুর রহমান

ডায়াল সিলেট ডেস্ক ॥ স্কাউট দীক্ষা নিয়েছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান ও বিটিভির জেলা প্রতিনিধি এবং আই নিউজের সম্পাদক হাসানাত কামাল। আজ রোববার (১৯ মার্চ) বেলা দুইটার দিকে শহরের হাফিজা খাতুন মিউনিসিপ্যাল বালিকা উচ্চ বিদ্যালয়ে এই দীক্ষা গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করান জেলা স্কাউটের সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা স্কাউটস কমিশনার খয়রুজ্জামান শ্যামল, বাংলাদেশ স্কাউটস মৌলভীবাজার জেলার সম্পাদক ফয়জুর রহমান, যুগ্ম সম্পাদক মনির মিয়া, সদর উপজেলা কমিশনার খায়রুল আমিন সোহেল, হাফিজা খাতুন মিউনিসিপ্যাল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম প্রমুখ।

দীক্ষা অনুষ্ঠানে হাফিজা খাতুন মিউনিসিপ্যাল বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪২ জন শিক্ষার্থী স্কাউটস্ শপথ গ্রহণ করেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ