প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক ॥ বড়লেখায় পাথারিয়া হিলস রিজার্ভ ফরেস্টের আওতাধীন সমনভাগ বিটের মাখালজুড়া ও ধলছড়া এলাকার বনাঞ্চলে আগুন লাগার ঘটনায় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও এখনও তা জমা হয়নি।
তবে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, তদন্ত কাজ শেষে প্রতিবেদন প্রস্তুত করে রাখা হয়েছে। তদন্তে তারা ১ দশমিক ৮৫ হেক্টর বন পুড়েছে বলে প্রমাণ পেয়েছেন। এছাড়া কোনো দুস্কৃতকারীরা জবর-দখলের উদ্দেশ্যে বনে আগুন লাগাতে পারে বলেও তারা ধারণা করছেন।
তদন্ত কমিটির আহ্বায়ক সহকারী বন সংরক্ষক (শ্রীমঙ্গল) মো. মারুফ হাসান রোববার রাতে বলেন, ‘আমাদের তদন্ত কাজ শেষ হয়েছে। প্রতিবেদনও প্রস্তুত করা হয়েছে। তবে এখনও অফিসিয়ালি জমা দেওয়া হয়নি।’ তিনি বলেন, ‘বনে আগুন লাগার ঘটনায় সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিওএফ) ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে দিয়েছিলেন। তিন কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল। গত ১৩ মার্চ চিঠি হাতে পাই। ওইদিনই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ১৬ তারিখের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।’
প্রতিবেদন জমায় বিলম্বের কারণ সম্পর্কে তিনি বলেন, ‘একটি ট্রেনিংয়ের কারণে এক-দুইদিন লেট হচ্ছে। আশা করছি (সোমবার) ট্রেনিং থেকে গিয়ে বিকেলের দিকে প্রতিবেদন জমা দিতে পারবেন।’
তদন্তে কী পেলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তদন্তে ১ দশমিক ৮৫ হেক্টর বন পুড়েছে বলে আমরা প্রমাণ পেয়েছি। গাছপালার তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিছু গাছের পাতা পুড়ে গেছে এবং আগুনে ঝলসে গেছে। বন্যপ্রাণীরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
বনে কারা আগুন লাগিয়েছে-জানতে চাইলে তিনি বলেন, ‘এটাতো আমরা দেখিনি। এ বিষয়ে বড়লেখা থানায় বিট অফিসার জিডিও করেছেন। তবে আমরা সাসপেক্ট করছি যে, কোনো দুস্কৃতকারীরা জবর-দখলের উদ্দেশ্যে আগুন লাগাতে পারে।’
গত ৭ মার্চ দুপুরে সমনভাগ বিটের মাখালজুড়া ও ধলছড়া এলাকার বনাঞ্চলে আগুন লাগে। এতে কয়েক হেক্টর বনভূমির বাঁশ-গাছ ও ঝোপঝাড় পুড়ে যায়। ফলে হুমকিতে পড়েছে পরিবেশ ও বন্যপ্রাণীর আবাসস্থল। ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই ঘটনায় বনবিভাগের সমনভাগ বিটের কর্মকর্তা নুরুল ইসলামকে প্রত্যাহার করে সিলেট বিভাগীয় বনঅফিসে সংযুক্ত করা হয়েছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech