শিশুশিক্ষা একাডেমির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৩

শিশুশিক্ষা একাডেমির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ডায়াল সিলেট ডেস্ক ॥ বড়লেখা শিশুশিক্ষা একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা অনুষ্ঠান সোমবার দুপুরে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
স্কুলের চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আব্দুল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও শিশু শিক্ষা একাডেমির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এমাদুল ইসলাম, স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, সংবর্ধিত বিদায়ী শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক, সাংবাদিক আব্দুর রব, সাংবাদিক লিটন শরীফ, সাংবাদিক সুলতান আহমদ খলিল, বড়লেখা মোহাম্মদীয় ফাযিল ডিগ্রী মাদ্রাসার প্রভাষক তারেক আহমদ, শিশু শিক্ষা একাডেমি স্কুলের গত বছরের শ্রেষ্ঠ নির্বাচিত সহকারি শিক্ষক সাইফুর রহমান কামরান, শ্রেষ্ঠ অভিভাবক সাদাত আহমদ চৌধুরী, শ্রেষ্ঠ শিক্ষার্থী দাদা মো. খলিলুর রহমান, সংবর্ধিত অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র ও উচ্চ শিক্ষা অর্জনের জন্য কানাডাগামী শিক্ষার্থী নাসিফ মোহাম্মদ প্রমুখ।

0Shares