শ্রীমঙ্গলে দুপ্রকের দুর্নীতি বিরোধী মতবিনিময়

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৩

শ্রীমঙ্গলে দুপ্রকের দুর্নীতি বিরোধী মতবিনিময়

ডায়াল সিলেট ডেস্ক ॥ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সামাজিক সংগঠন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলের উদ্যোগে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অব্যাহত রয়েছে।
সোমবার সকাল ১১ টায় উপজেলার ১নং মির্জাপুর ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি, উদ্যোক্তা, সচিবসহ স্থানীয় ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘দুর্নীতিকে না বলুন’ এই শ্লোগান নিয়ে দুর্র্নীতি বিরোধী মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ১নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মিছলু আহমেদ চৌধুরী। দুপ্রক সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা দুপ্রক সভাপতি সিনিয়র সাংবাদিক সৈয়দ নেসার আহমদ ও সিনিয়র সদস্য সাংবাদিক মো: কাওছার ইকবাল।
মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন ইউপি সচিব বিশ্বজিৎ অলমিক, প্যানেল চেয়ারম্যান শাহনুর আলম, ইউপি সদস্য মো: আরমার আলী, মো: লুৎফুর রহমান, আয়মন আলী, মহিলা সদস্য রিনা রাণী বিশ্বাস ও ইউপি উদ্যোক্তা সৌরভ কান্তি দাশ প্রমুখ।

0Shares