মনজু বিজয় চৌধুরী ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আশ্রয়ণের ঘরের মালিকানার কাগজপত্র হাতে পেয়ে অশ্রুসিক্ত নয়নে কথা গুলো বলছিলেন দৃষ্টিহীন ভিক্ষুক নাছির মিয়া।
প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২৩
মনজু বিজয় চৌধুরী ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আশ্রয়ণের ঘরের মালিকানার কাগজপত্র হাতে পেয়ে অশ্রুসিক্ত নয়নে কথা গুলো বলছিলেন দৃষ্টিহীন ভিক্ষুক নাছির মিয়া।
বুধবার (২২ মার্চ) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধনের পরপরই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪৮টি পরিবার পেলেন তাদের আপন ঠিকানা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন- গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। সারাদেশে ৭টি জেলা ও ১৫৯টি উপজেলায় ভূমিহীন- গৃহহীন ঘোষণা এবং ৩৯,৩৬৫ টি ঘর প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শ্রীমঙ্গল উপজেলায় ১৪৮টি ঘর প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজীব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব প্রমুখ।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন কর্তৃক জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech