মনজু বিজয় চৌধুরী॥ গত ২০-০৩-২০২৩ খ্রিস্টাব্দ তারিখ রাত অনুমানিক ০৮.২০ ঘটিকা হইতে রাত অনুমানিক ০৮.৪০ ঘটিকার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা চোর/চোরেরা শ্রীমঙ্গল থানাধীন বিরাইমপুর (কলেজরোড) সাকিনস্থ জনাব তানভীর আহমেদ (৪২) এর ভাড়াটিয়া বাসার গ্যারেজের ভিতর হইতে একটি লাল রঙ্গের HERO SPLENDAR ১০০ সিসি মোটরসাইকেল, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো হ-৫২-২২৪৭, ইঞ্জিন নং- HA10ERH9J1252, চেসিস নং- PS1HAR145HJL01270 কৌশলে চুরি করিয়া নিয়া যায়। এই ঘটনায় মামলার রুজুর পর পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এবং অফিসার ইনচার্জ, শ্রীমঙ্গল থানার নির্দেশনায়
ইন্সপেক্টর (তদন্ত) জনাব মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই/মোঃ সিরাজুল ইসলাম সঙ্গীয় অফিসর ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ২৪-০৩-২০২৩ খ্রিঃ তারিখ ভোর ০৩.০০ ঘটিকার সময় ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানাধীন বীরগাও এলাকায় অভিযান পরিচালনা করে মোটর সাইকেল চুরির ঘটনায় জড়িত আসামী শুক্কুর মিয়া(২৭), পিতা-মৃত আছমত আলী, মাতা-হাছনা বেগম , ঠিকানা: স্থায়ী: গ্রাম- বীরগাঁও, উপজেলা/থানা- নবীনগর, জেলা-ব্রাক্ষণবাড়ীয়াকে বাদির চোরাই হওয়া একটি লাল রঙ্গের HERO SPLENDAR ১০০ সিসি মোটরসাইকেলসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী শুক্কুর মিয়া আন্তঃ জেলা মোটর সাইকেল চোর দলের অন্যতম সক্রিয় সদস্য হিসেবে এলাকায়ও ব্যাপক পরিচিতি পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামী শুক্কুর মিয়াকে জিজ্ঞাসাবাদে ও তাহার দেখানো মতে তার বসত বাড়ীর দক্ষিন মুখি টিনশেড বসত ঘরের পূর্ব কক্ষ হইতে বাদীর চোরাই যাওয়া লাল রঙ্গের HERO SPLENDAR মোটরসাইকেলসহ আরো ০২টি চোরাই সন্দিগ্ধ (১ টি কালো রঙ্গের DISCOVER 150 CC এবং লাল রঙ্গের DAYANG (RUNNER) মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শুক্কুর মিয়া চুরির ঘটনা স্বীকার করে তার সহযোগী আসামীদের নাম ঠিকানা প্রকাশ করেন। মোটর সাইকেল চুরির ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান চলমান রয়েছে।