প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২৩
স্পোর্টস ডেস্ক :: বলার মতো খুব বেশি আক্রমণ করতে পারেনি বাংলাদেশ। যে একটা আক্রমণে সাফল্য এল, তাতেই ইতিহাস তারিক রায়হান কাজীর। ইতিহাস গড়লেন এলিটা কিংসলেও তবে সাফল্য পেলেন না। সব মিলিয়ে সিশেলসের বিপক্ষে সাদামাটা এক জয়ে ছয় মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরল বাংলাদেশ।
সিলেট জেলা স্টেডিয়ামে মনে দাগ কাটার মতো কোনো ফুটবলই খেলতে পারেনি বাংলাদেশ-সিশেলস। র্যাঙ্কিংয়ে কাছাকাছি অবস্থানে থাকা এ দুই দলের শেষ হাসি বাংলাদেশের। আন্তর্জাতিক ফুটবলে তারিক কাজীর প্রথম গোলে সিশেলসকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে আন্তর্জাতিক ফুটবলে কোচ হিসেবে দ্বিতীয় জয় পেলেন কোচ হাভিয়ের কাবরেরাও।
র্যাঙ্কিংয়ের সাত ধাপ পিছিয়ে থাকা সিশেলসের বিপক্ষে অবশ্য নড়বড়ে একটা জয়ই পেয়েছে বাংলাদেশ। গত বছর আন্তর্জাতিক ফুটবলে কোনো জয় না পাওয়া সিশেলস কঠিন পরীক্ষাই নিল স্বাগতিকদের। শেষ পর্যন্ত ম্যাচ জয়ের স্বস্তি স্বাগতিক শিবিরে।
এই ম্যাচে অনেক নতুন-পুরোনো মুখকে পরীক্ষা করিয়েছেন কাবরেরা। ম্যাচে খেললেও এলিটা জায়গা পাননি প্রথম একাদশে। এই ম্যাচে অভিষেক হয়েছে ফর্টিস এফসির অ্যাটাকিং মিডফিল্ডার মজিবর রহমান জনির। ২০১৫ সালের পর আক্রমণে জায়গা পেয়েছেন আমিনুর রহমান সজিব। এই ম্যাচ দিয়ে তিন বছর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছেন মিডফিল্ডার রবিউল হাসানও।
সিলেটে ঘরের মাঠে প্রেসিং ফুটবলে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ দল। তৃতীয় মিনিটে ভালো একটা সুযোগও এসেছিল স্বাগতিকদের সামনে। জামাল ভূঁইয়ার পাস ধরে বক্সে বল ফেলেন সাদ উদ্দিন। উদ্দেশ্য ছিলেন আমিনুর রহমান সজিব। তাঁর পায়ে বল যাওয়ার আগেই বিপদমুক্ত করেন সিশেলস ডিফেন্ডার।
বাংলাদেশের আক্রমণের গতি কমেছে ১৫ মিনিট পরই। ধীরে ধীরে আক্রমণে চাপ বাড়াতে থাকে সিশেলস। ২০ মিনিটে সুযোগ এসেছিল দলটির সামনে। বক্সের বাইরে ব্র্যান্ডন রশিদের শট অল্পের জন্য হয় লক্ষ্যভ্রষ্ট।
এরপর ঢিমেতালে এগিয়ে চলা ম্যাচটায় হঠাৎ করেই বাংলাদেশ জেগে ওঠে ম্যাচের ৪২ মিনিটে। সিশেলসকে থমকে দিয়ে আদায় করে নেয় গোলও। সিশেলসের ডিবক্সের ৩০ গজ দূর থেকে ফ্রিকিক নিয়েছিলেন জামাল ভূঁইয়া। বাংলাদেশ অধিনায়কের স্পটকিক বিপদমুক্ত করতে গিয়ে হেডে বল উল্টো ফাঁকায় দাঁড়ানো তারিক কাজীর কাছে তুলে দেন সিশেলস ফরোয়ার্ড ব্র্যান্ডন সেফি। সুযোগ নষ্ট করেননি তারিক কাজী। মাপা হেডে বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রথম গোল তুলে নেন ফিনল্যান্ড প্রবাসী এই ডিফেন্ডার।
বিরতির পরই ইতিহাস গড়েন এলিটা কিংসলে। ২০২১ সালের মার্চে বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছিলেন সাবেক নাইজেরিয়ান ফরোয়ার্ড। আজ সিশেলসের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতেই আমিনুর রহমান সজিবের বদলী হিসেবে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামেন এলিটা।
ইতিহাস গড়া ম্যাচটা রাঙানোর সুযোগ পেয়েও নিজেই নষ্ট করেছেন এলিটা। জামাল ভূঁইয়ার বদলি হিসেবে নামা মতিন মিয়ার ক্রস ধরে ৬১ মিনিটে সিশেলস গোলরক্ষক ফাঁকায় পেয়ে গিয়েছিলেন এলিটা। সুবর্ণ সুযোগটাকে এলিটা নষ্ট করেছেন পোস্টের ওপর বল মেরে। খেলার ৮৯ মিনিটে আবারও সুযোগ পেয়েছিলেন এলিটা। বক্সের বাইরে থেকে নেওয়া আবাহনী ফরোয়ার্ডের শট ফিস্ট করে ঠেকান সিশেলস গোলরক্ষক।
খেলার অতিরিক্ত সময়ে বাংলাদেশকে প্রায় চমকেই দিয়েছিল সিশেলস। ফ্রি কিক থেকে ওয়ারেন এরিকের হেড ঠেকিয়ে বাংলাদেশকে বিপদে পড়তে দেননি গোলরক্ষক আনিসুর রহমান জিকো।
বাংলাদেশ একাদশ : আনিসুর রহমান জিকো, তারেক রায়হান কাজী, সাদ উদ্দিন, রিমন হোসাইন, তপু বর্মণ, মো. সোহেল রানা (জনি), রাকিব হোসেন (সুমন রেজা), সোহেল রানা, জামাল ভূঁইয়া (মতিন মিয়া), মজিবুর রহমান জনি (রবিউল) ও আমিনুর রহমান সজিব (এলিটা কিংসলে)।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech