ডায়াল সিলেট ডেস্ক ॥ মৌলভীবাজারের রাজনগরে ১৯৭১ সালের ২৫ মার্চ কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞে নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা হয়েছে। গণহত্যা দিবস উপলক্ষে শনিবার (২৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আফজালুর রহমান, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হুমায়ুন কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, ফায়ার সার্ভিসের ইনচার্জ আলী হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সজল চক্রবর্তী, রাজনগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন প্রমুখ।এসময় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *