স্পোর্টস ডেস্ক :: অনেক দিন পর টানা দুই জয়ের স্বপ্ন এখন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। দুর্বল সিশেলসে আমন্ত্রণ করে এনে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের লক্ষ্যে আজ মঙ্গলবার দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে জামাল ভূঁইয়ারা। সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেলে পৌনে চারটায়। বিটিভি ওয়ার্ল্ড ও বেসরকারী টিভি চ্যালেন টি-স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

 

ফিফা র্যাংকিংয়ে ১৯৯ নম্বরে থাকা পূর্ব আফ্রিকার দেশ সিশেলসকে প্রথম ম্যাচে বাংলাদেশ হারিয়েছে ১-০ গোলে। ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার তারিক রায়হান কাজী করেছিলেন জয়সূচক গোল। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে জিততে পারবে কি বাংলাদেশ? দ্বিতীয় ম্যাচে আফ্রিকার দেশটিকে হারাতে পারলে বাংলাদেশ অনেক দিন পর পাবে টানা দুটি আন্তর্জাতিক ম্যাচ জয়ের স্বাদ।

 

২০১৯ সালের সেপ্টেম্বর অক্টোবরে দুই ম্যাচের ফিফা ফ্রেন্ডলি সিরিজ খেলতে ভুটানকে আমন্ত্রণ করেছিল বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২৯ সেপ্টেম্বর প্রথম ম্যাচে জেমি ডে’র বাংলাদেশ জিতেছিল ৪-১ গোলে।

 

বৃষ্টিস্নাত ম্যাচ ছিল সেটা। বাংলাদেশের জোড়া গোল করেছিলেন নাবিব নেওয়াজ জীবন। অন্য গোল দুটি ছিল বিপলু ও রবিউলের। ৩ অক্টোবর বাংলাদেশের জয়ের ব্যবধান ছিল ২-০। দুটি গোলই করেছিলেন ইয়াসিন।

 

সিলেটে সিশেলসের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশ জিতলেও দর্শকদের মন ভরাতে পারেনি। কারণ, প্রথমার্ধে বাংলাদেশ কিছুটা ভালো খেললেও দ্বিতীয়ার্ধে ছিল ছন্নছাড়া। গোল শোধ করতে মরিয়ে হয়েছিল সফরকারী দলটি। বাংলাদেশ কোনোমতে প্রতিপক্ষতে ঠেকিয়ে রেখে মাঠ ছাড়তে পেরেছিল।

 

এই ম্যাচেও কি ওই বাংলাদেশকে দেখা যাবে মাঠে? সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, ‘আমাদের লক্ষ্য দুটি জয়। আমরা সেভাবেই খেলবো। প্রথম ম্যাচের দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলতে পারিনি। এ নিয়ে খেলোয়াড়রা নিজেদের মধ্যে কথা বলেছি। কোচও কিছু দিকনির্দেশনা দিয়েছেন। প্রথম ম্যাচে ভুলগুলো কী ছিল, সেটা আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। ওই ভুল সংশোধন করেই আমরা মাঠে নামবো।’

 

বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ ড্র করলেই সিরিজ জিতে যাবে। তাহলে এই ম্যাচে ডিফেন্সিভ বাংলাদেশকে দেখা যাবে কিনা? এমন প্রশ্নের জবাবে জামাল ভূঁইয়া বলেছেন, ‘আমরা জয়ের জন্যই মাঠে নামবো।’

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *