ঢাকা ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলাদেশ বাউল সমিতি রাজনগর উপজেলা শাখার ইফতার মাহফিল ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত
প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৩
ডায়ালসিলেট ডেস্ক: বাংলাদেশ বাউল সমিতি রাজনগর উপজেলা শাখার ইফতার মাহফিল ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) মৌলভীবাজার জেলার রাজনগরের খেয়াঘাট বাজার বাংলাদেশ বাউল সমিতি রাজনগর উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার পরবর্তী আলোচনা সভা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির রাজনগর উপজেলা শাখার সভাপতি বাউল আশিক সরকার।
সমিতির সাধারণ সম্পাদক বাউল জালালী পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বাউল সমিতি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বাউল শেখ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক গীতিকার অধম সোহেল, রাজনগর উপজেলা শাখার উপদেষ্টা প্রবাসী গীতিকার হুসন রাজা।
আলোচকরা বাউল গানে অপসংস্কৃতির আগ্রাসন এবং এর প্রতিকার নিয়ে আলোচনা করেন। সভায় উপজেলা বাউল সমিতির কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। পরে বাউল গানে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ বাউল সমিতি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বাউল শেখ জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক গীতিকার অধম সোহেলকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
এসময় রাজনগর উপজেলা শাখার সহ-সভাপতি বাউল আশিক মিয়া ছানা, সহ-সভাপতি মোঃ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক বাউল খোর্শেদ আলম বাচ্চু, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুর রুপ, সাংগঠনিক সম্পাদক বাউল ফজল আলী, কোষাধ্যক্ষ বাউল আব্দুর রহমান বাবু, দপ্তর সম্পাদক মোঃ মিছির আলী, কার্যনির্বাহী সদস্য মোঃ মিন্টু মিয়া, মোঃ আলম মিয়া, মোঃ সাইফুর রহমান সহ বাংলাদেশ বাউল সমিতি রাজনগর উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।