মৌলভীবাজার চেক বিতরণ

প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৩

মৌলভীবাজার চেক বিতরণ

মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত দুরারোগ্য ব্যাধীতে আক্রান্ত রোগীদের   ও প্রতিবন্ধী রোগীদের মধ্যে চেক বিতরণ করা  হয়।
১৬ এপ্রিল রবিবার উপজেলা নির্বাহী অফিসার শরিফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান মোঃ কামাল হোসেন ,উপজেলা সমাজসেবা অফিসার  সুমন দেবনাথ প্রমখু।   মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৩২ জন রোগীদের মাঝে এককালীন ৫০০০০/- টাকা করে মোট ১৬০০০০০/- টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরণ এবং ২০২২-২৩ অর্থবছরের অতিরিক্ত অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে ভাতা  বিতরণ করা হয়।

 

 

 

 

0Shares