কুলাউড়ায় উসমান মিয়া নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৩

কুলাউড়ায় উসমান মিয়া নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ

মনজু বিজয় চৌধুরী: মৌলভীবাজারের কুলাউড়ায় উসমান মিয়া (৫৫) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের আমুলি পুঞ্জির নিচের একটি টিলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। উসমান ওই ইউনিয়নের নুনা টিলাবাড়ির মৃত হায়দার আলীর ছেলে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, দিনমজুর উসমান মিয়া শনিবার রাতে বাড়ি থেকে বের হন। পরে তিনি আর বাড়ি ফিরে যাননি। রবিবার দুপুরের দিকে আমুলি পুঞ্জির নিচের একটি টিলায় স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উসমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করে যাচ্ছে- উসমানকে হত্যা করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

0Shares