প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৩
মনজু বিজয় চৌধুরী॥ পর্যটন নগরী শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদারের উদ্যোগে থানার আঙ্গিনায় গড়ে তোলা হযেছে সবজির বাগান।
থানার গেটে প্রবেশ করে হাতের ডান দিকে তাকালেই দেখা যাবে প্রকৃতির সবুজ রূপে সেজেছে নানান সবজি। চাষ করা হয়েছে লাল শাক, ডাটা শাক, পুঁইশাক, ঢেঁড়স, পানি লাউ, শসা ইত্যাদি।
দেখা যায় এসব সবজি লোকজন নিযে ওসি নিজেই পরিচর্যা করেন। যে জায়গা টিতে সবজি করা হয়েছে, কিছুদিন আগেও জায়গাটি ময়লা আবর্জনায় ভরপুর ছিল। জায়গাটি পরিষ্কার করে আবাদের উপযোগী করে তোলে সেখানেই করা হয়েছে সবজির চাষ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে অফিস কিংবা বাড়ির আঙ্গিনা ১ ইঞ্চি জায়গাও যেন খালি না থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এর নির্দেশে থানার আঙ্গিনায় পতীত পড়ে থাকা জায়গাটি প্রথমে আবাদের উপযোগী করে তোলি। তিনি বলেন তারপর কোন প্রকার স্যার ছাড়াই বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়েছে। তিনি আরো বলেন কেউ যদি সবজি চাষে আগ্রহী থাকেন তাকে শ্রীমঙ্গল থানা পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech