সিলেটে স্বস্তির বৃষ্টি

প্রকাশিত: ১:৪১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৩

সিলেটে স্বস্তির বৃষ্টি

টানা ১৪ দিনের তীব্র তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি হলো সিলেটের বেশ কয়েকটি উপজেলায়। সোমবার  রাত ৯টার পরে সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার কিছু জায়গায় বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মধ্যরাত থেকে সিলেট নগর ও আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে।

কোম্পানিগঞ্জ এলাকার একজন সংবাদকর্মী বলেন, এই কয়েকদিনে প্রচণ্ড গরমের কারণে অতিষ্ঠ ছিলাম। আজ রাত ৯টা থেকে শুরু হওয়া এই বৃষ্টি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান, আমরা আগে থেকেই বৃষ্টির আভাস দিয়েছিলাম।কোম্পানিগঞ্জসহ বেশ কয়েক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে।

প্রসঙ্গত, সোমবার সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল দেশের তিন বিভাগের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। বিভাগগুলো ছিল বরিশাল, চট্টগ্রাম ও সিলেট। এর মধ্যে সিলেটে বৃষ্টির খবর পাওয়া গেছে। এছাড়াও আগামী পাঁচ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

0Shares