কুলাউড়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৩

কুলাউড়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মনজু বিজয় চৌধুরী॥ আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে কুলাউড়া থানার পৃথিমপাশা ইউনিয়নে আইনশৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

কুলাউড়া থানার আয়োজনে ২০ এপ্রিল কুলাউড়া উপজেলার ১২ নং পৃথিমপাশা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে উক্ত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

অ্যাডভোকেট  নবাব আলী আব্বাস খানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায় মহোদয়।

উক্ত বিট পুলিশিং সভায় পৃথিমপাশা ইউনিয়নের সদস্যবৃন্দ এবং স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণির মানুষ তাদের চাওয়া-পাওয়া নিয়ে বক্তব্য প্রদান করেন।

আসন্ন ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করনীয় এবং জেলা পুলিশের পরিকল্পনা নিয়ে সভায় আলোচনা করা হয়। এছাড়াও চুরি-ডাকাতি প্রতিরোধ, মাদক ব্যবসা ও জুয়া খেলা বন্ধে পুলিশ এবং জনগণের ভূমিকা নিয়ে সভায় আলোচনা করা হয়।

উক্ত বিট পুলিশিং সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জনাব দীপঙ্কর ঘোষ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার তপন সরকার, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক, ১২ নং পৃথিমপাশা ইউনিয়নের বিট অফিসার এসআই হারুনুর রশীদ প্রমুখ।

0Shares