কেন্দ্রীয় কমিটিতে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পুনরায় নির্বাচিত নাসির আহমেদ শাহিন

প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৩

কেন্দ্রীয় কমিটিতে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পুনরায় নির্বাচিত নাসির আহমেদ শাহিন

 

 

ডায়ালসিলেট ডেস্ক :: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ২১৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটিতে সহ সভাপতির পদ মর্যাদায় আন্তর্জাতিক সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নাসির আহমেদ শাহিন।

 

এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

নাসির আহমেদ শাহিন বলেন, গনতন্ত্র পুনরুদ্ধারে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আগামীতে যে কর্মসূচী দেয়া হবে তা দলের নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে দ্বায়িত্ব পালন করবো এবং আগামী নির্বাচনে বাংলাদেশে সরকার পতনের মাধ্যমে জনগনের অধিকার ফিরে আসবে ইনশাআল্লাহ।

 

 

গত ছয় মাস আগে ৪ সেপ্টেম্বর এসএম জিলানীকে সভাপতি ও ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসানকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করা হয়। আজ বৃহস্পতিবার ২১৩ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করা হয়।

 

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কমিটি অনুমোদন করেছেন।

 

২৫১ সদস্যের মধ্যে ২১৩ সদস্যের নাম ঘোষণা করা হলো। বিভাগীয় পদসহ বাকি পদ পরবর্তীতে ঘোষণা করা হবে।

 

 

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ