জুড়ীতে গরমে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৩

জুড়ীতে গরমে কৃষকের মৃত্যু

ডায়ালসিলেট ডেস্ক:  জুড়ীতে প্রচন্ড গরমে এক কৃষকের মৃত্যু হয়েছে। জানা গেছে, বুধবার ১৯  এপ্রিল সদর জায়ফরনগর ইউনিয়নের নয়া গ্রামের মৃত দারগ আলীর পুত্র এক সন্তানের জনক কৃষক আব্দুস শহিদ (৬০) সকালে হাকালুকি হাওরে কৃষি জমিতে কাজ করতে যান।

কাজ শেষে বাড়ি ফেরার পথে বিকাল ৩টায় রাস্তায় হিডস্ট্রোক করে মারা যান। পরে আশপাশের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

মুঠোফোনে যোগাযোগ করা হলে ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুল ইসলাম জানান, আব্দুস শহিদ কৃষিজমিতে কাজ শেষে জমির পাশে ডুবা থেকে মাছ ধরে বাড়ি ফিরছিলেন। হঠাৎ পথিমধ্যে প্রচন্ড গরমে হিডস্ট্রোক মৃত্যুবরণ করেছেন। সদর জাফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা হিডট্রোকে আব্দুস শহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

0Shares