মৌলভীবাজারের পবিত্র ঈদ উল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৩

মৌলভীবাজারের পবিত্র ঈদ উল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত

মনজু বিজয় চৌধুরী॥  দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মুসলিম বিশ্বের সবচেয়ে বড় আনন্দ উৎসবের দিন ঈদুল ফিতর। আজ শনিবার (২২ এপ্রিল) শাহ্ মোস্তফা রোড সংলগ্ন দৃষ্টিনন্দন হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহঃ) পৌর ঈদগাহ ময়দানে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন।
জামাতে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল হক,পৌর মেয়র ফয়জুর রহমান।
সকাল সাড়ে ৬ টা, সাড়ে ৭ টায় ও সাড়ে ৮ টায় ৩টি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাতে ইমামতি করেন মৌলভীবাজার টাউন দেওয়ানী জামে মসজিদ এর পেশ ইমাম মাওলানা মুফতি সৈয়দ মুহিত উদ্দীন। এ ছাড়া জেলার ৭টি উপজেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। বালা মুসিবত থেকে দেশকে সুরক্ষা চাওয়া হয় আল্লাহর কাছে।

 

 

 

 

0Shares