প্রকাশিত: ৬:১১ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৩
ডায়ালসিলেট :: এবারের ঈদের ভলিউডের ভাইজান সালমান খানের নতুন ছবি মুক্তি পেয়েছে। প্রতিবছরের ঈদের সময় সালমান খানের ছবি মুক্তি পাওয়া যেন একটি রেওয়াজে পরিণত হয়ে গিয়েছে। গত বছর ঈদের সময় বড় পর্দার পরিবর্তে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল সালমানের ‘রাধে’ মুভি।
তবে চলতি বছরে সে সুযোগ ছাড়লেন না সালমান। অনুরাগীদের নিরাশ না করে এই ঈদেই মুক্তি পেয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। ছবিটি প্রযোজনা করেছে সালমানেরই সংস্থা।
ফারহাদ সামজির পরিচালনায় গত শুক্রবার মুক্তি পেয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। এ মুভিতে সালমান খান ছাড়াও মুখ্য চরিত্রে রয়েছেন পূজা হেগড়ে, দগ্গুবতী ভেঙ্কটেশ। এছাড়া অতিথিশিল্পী হিসাবে দেখা গিয়েছে রাম চরণকে।
ছবিতে চমক দিতে উপস্থিত ছিলেন ভাগ্যশ্রী, হিমালয় এবং অভিমন্যু দাসানি। নায়ক হিসাবে সলমনের কেরিয়ারের প্রথম ছবি ‘ম্যায়নে প্যার কিয়া’কে সম্মান জানানো হয়েছে অভিনেতার নতুন ছবিতে।
পার্শ্বচরিত্রে রয়েছেন একাধিক নবাগতা তারকা। ‘বিগ বস্’ খ্যাত শেহনাজ গিল, শ্বেতা তিওয়ারির কন্যা পলক তিওয়ারি ছাড়াও কাজ করেছেন সিদ্ধার্থ নিগম, রাঘব জুয়াল এবং জেসি গিল।
‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে কাজ করে তারকারা পারিশ্রমিকও পেয়েছেন নজরকাড়া। কেউ কেউ কোটি টাকা আবার লক্ষের ঘরে আয় করেছেন। বলিউড সূত্রে খবর, এই ছবিতে অভিনয় করে সলমন পারিশ্রমিক পেয়েছেন ১২৫ কোটি টাকা।
সালআনের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে পূজা হেগড়েকে। এই ছবিতে কাজ করে দক্ষিণী অভিনেত্রী আয় করেছেন ৬ কোটি টাকা।
‘বিগ বস’ রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করে প্রচারে এসেছিলেন শেহনাজ। পঞ্জাবি ভাষার ছবিতে অভিনয় করার পাশাপাশি একাধিক মিউজ়িক ভিডিয়োতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।
এই প্রথম বলিপাড়ায় পা রাখলেন শেহনাজ। বলিপাড়ার খবর, পার্শ্বচরিত্রে অভিনয় করে তিনি পারিশ্রমিক পেয়েছেন ৫০ লক্ষ টাকা।
সালমানের ভাইয়ের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে জেসি গিলকে। পার্শ্বচরিত্রে অভিনয় করে তিনি নাকি পারিশ্রমিক পেয়েছেন ৬০ লক্ষ টাকা।
সালমানের আরও এক ভাইয়ের চরিত্রে দেখা গিয়েছে রাঘব জুয়ালকে। ৭০ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন রাঘব।
শ্বেতার কন্যা পলকের কেরিয়ারের দ্বিতীয় ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। এর আগে ২০২২ সালে ‘রোসি: দ্য স্যাফ্রন চ্যাপ্টার’ ছবিতে কাজ করতে দেখা গিয়েছিল তাঁকে।
‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করে পলক নাকি পারিশ্রমিক পেয়েছেন ২০ লক্ষ টাকা।
হিন্দি টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ সিদ্ধার্থ নিগম। জনপ্রিয় ব্র্যান্ডের বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেন তিনি।
২০১৪ সাল থেকে হিন্দি ধারাবাহিকে অভিনয় করা শুরু করেন সিদ্ধার্থ। ‘ধুম ৩’ এবং ‘মুন্না মাইকেল’ ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে অভিনয় করে ২০ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন তিনি।
সব মিলিয়ে ছবিটি সকলের ভালো লাগবে বলে আশা করছেন পরিচালক নির্মাতা।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech