মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনায় দক্ষিণ বড়কাপন জামে মসজিদ শাহী ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত

প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৩

মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনায় দক্ষিণ বড়কাপন জামে মসজিদ শাহী ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত
ডায়ালসিলেট ডেস্ক: মৌলভীবাজার শহরের দক্ষিণ বড়কাবড়কাপন জামে মসজিদ শাহী ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ এপ্রিল) সকাল ৭টায় মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ দক্ষিণ বড়কাবড়কাপন জামে মসজিদ শাহী ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জামাত শুরু হয়। ৭টা ৫০ মিনিটে মোনাজাতের মাধ্যমে শেষ হয় ঈদের জামাত। মোনাজাতে গুনাহ থেকে মুক্তি এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা করেন দক্ষিণ বড়কাপন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা লুৎফর রহমান। নামাজ শেষে মুসল্লীরা পরস্পরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদের জামাত পূর্ব শুভেচ্ছা বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাসুদ এবং দক্ষিণ বড়কাপন জামে মসজিদের দীর্ঘদিনের সেক্রেটারী শেখ তফাজ্জুল হোসেন তবারক।
মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাসুদ ছাড়াও স্থানীয় বিভিন্ন ব্যক্তিসহ সাধারণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। দক্ষিণ বড়কাপন জামে মসজিদ শাহী ঈদগাহ কমিটির সার্বিক তত্ত্বাবধানে ঈদ জামাতের প্রস্তুতি নেওয়া হয়।
ঈদ জামাত থেকে দেশ ও জনগণ এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদের নামাজ শেষে চিরাচরিত ঐতিহ্যবাহী প্রথানুযায়ী মুসল্লীরা সবাই কোলাকুলি করেন।
উল্লেখ্য, করোনাকালীন সময় থেকে দক্ষিণ বড়কাপন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছর ৫ম বারের মতো ঈদের জামাত অনুষ্ঠিত হলো। করোনা পরবর্তী দক্ষিণ বড়কাপন জামে মসজিদ সম্মুখ বিশাল মাঠে শাহী ঈদগাহ প্রতিষ্ঠা করা হয়। বিগত কুরবানির ঈদ থেকে শাহী ঈদগাহে জামাত অনুষ্ঠিত হচ্ছে।
0Shares