মৌলভীবাজারে ঈদের ছুটিতে পর্যটকদের ভীড়: রিসোর্ট বুকিং কম হওয়ায় এ ব্যাবসা নিয়ে দুশ্চিন্তায়

প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৩

মৌলভীবাজারে ঈদের ছুটিতে পর্যটকদের ভীড়: রিসোর্ট বুকিং কম হওয়ায় এ ব্যাবসা নিয়ে দুশ্চিন্তায়

ডায়ালসিলেট ডেস্ক: ঈদুল ফিতরের ছুটিতে অসংখ্য নারী পুরুষ শিশুদের ভিড়ে লোকে লোকারন্য হয়ে উঠেছে পর্যটন জেলা মৌলভীবাজারের শতাধিক পর্যটন স্পট এলাকা। তবে এবার দুরের পর্যটক কম আসায় লোকসানে রয়েছেন হোটেল -মোটেল রির্সোট ব্যাবসায়ীরা।
ঈদের দ্বিতীয় দিনেও দুপুরের পর থেকে বিশেষ করে চা বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক লেমন গার্ডেন রিসোর্ট ও একাত্তর বধ্যভূমিসহ দর্শনীয় স্থানে পরিবার পরিজন নিয়ে শত শত মানুষ ছুটে যান ঘুরার জন্য। কেউ পরিবার নিয়ে ব্যক্তিগত গাড়ীতে করে ৷ আবার তরুন ও উঠতি বয়সের ছেলেরা দল বেধে মোটরসাইকেলে ও গাড়ী ভাড়া করে ঘুরতে আসেন ।এদিকে ঈদকে সামনে রেখে জেলার শতাধীক হোটেল, মোটেল, রিসোর্ট কে নানাভাবে সাজিয়ে প্রস্তুত করা হয়েছিল অতিথিদের বরণ করতে। কিন্তু আবাসিক পর্যটক কম আসায় লোকসানে পড়েছেন হোটেল -মোটেল রির্সোট ব্যাবসায়ীরা।
হোটেল রিসোর্ট মালিক সমিতি ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সেলিম মিয়া বলেন এবারের ঈদের ছুটিতে হোটেল, মোটেল, রিসোর্ট বুকিং কম হওয়ায় এ ব্যাবসা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বলে জানিয়েছেন এই ব্যবসায়ী।
শ্রীমঙ্গল জোন টুরিষ্ট পুলিশ সাব ইন্সপেক্টর প্রবাল জানান পর্যটকদের নিরাপত্তায় প্রতিটি স্পটে রয়েছে টুরিষ্ট পুলিশ, জানিয়েছেন এই কর্মকর্তা।

0Shares