শ্রীমঙ্গলে বজ্রাপাতে নিহত এক, আহত দুই

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৩

শ্রীমঙ্গলে বজ্রাপাতে নিহত এক, আহত দুই

মনজু বিজয় চৌধুরী॥  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আকস্মিক বজ্রপাতে এক যুবক নিহত এবং দুইজন আহত হয়েছেন। রবিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের হাইল হাওরে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রিয়াজ উদ্দিন (৩০)। তিনি হাওর পাড়ের পশ্চিম শ্রীমঙ্গল গ্রামের মৃত মহব্বত মিয়ার ছেলে। এ ঘটনায় আহতরা হলেন একই গ্রামের মৃত জমসেদ মিয়ার ছেলে জায়দর মিয়া (৬০) ও মো. লেবু মিয়ার ছেলে কামিল মিয়া (৫০)। জায়দর মিয়াকে গুরুতর আহত অবস্থায় প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি ঘটলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে শ্রীমঙ্গলে প্রবল বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজ্রপাতে রিয়াজ উদ্দিন, জায়দর মিয়া ও কামিল মিয়া আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক এ তিনজনকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রিয়াজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন এবং জায়দর মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করেন। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কামিল মিয়াকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অজন্তা দেবী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘রিয়াজুদ্দিনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এছাড়া জায়দর মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।’ নিহত রিয়াজ উদ্দিনের প্রথম স্ত্রী নার্গিস বেগম বলেন, ‘নিহত রিয়াজ উদ্দিন ভোরে ধান কাটতে হাইল হাওরে যান। সকাল সাড়ে নয়টার দিকে হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে তিনি বজ্রপাতে মারা যান।’ নিহতের প্রথম স্ত্রী নার্গিস বেগমের ৯ বছর বয়সী এক পুত্র ও দ্বিতীয় স্ত্রী রুমেনা বেগমের ২৩ দিন বয়সী কন্যা সন্তান রয়েছে। মৌলভীবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. বিনন্দু ভৌমিক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘জায়দর মিয়াকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে সিলেটে স্থানান্তর করা হয়েছে।’ শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক মিয়া নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শণ করেছি। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় অপমৃত্যু মামলা রুজু করা হবে। শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়, জেলা প্রশাসক মহোদয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নির্দেশে প্রাথমিকভাবে নিহত রিয়াজ উদ্দিনের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে। আহতদের সুচিকিৎসায় সহায়তা প্রদান করা হবে।’

0Shares