প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৩
মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজার শহরতলির শ্যামলী এলাকায় লন্ডন প্রবাসি সিরাজ উদ্দিনের কলনি উল্টর মুলাই কটেজে অগ্নিকান্ডে চারটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে পাশাপাশি আরও চারটি বসতঘরের ক্ষয়ক্ষতির দাবি করছেন ক্ষতিগ্রস্থ লোকজন। ফায়ার সার্ভিস বিভাগ প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কেউ হতাহত হয়নি। অগ্নিকান্ডে ক্ষতির পরিমান প্রায় বিশ লাখ টাকা।
২৩ এপ্রিল রবিবার রাত প্রায় নয়টায় দিকে আকস্মিকভাবে মৌলভীবাজার শহরতলির শ্যামলী এলাকায় লন্ডন প্রবাসি সিরাজ উদ্দিনের কলনিতে বসবাসকারি ফারুক মিয়ার ঘর থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মুহুর্তেই এ আগুন পুরো কলনিতে ছড়িয়ে পড়ে। এতে ফয়সল মিয়া, মুস্তাফিজ, ফারুক মিয়াসহ চারজনের ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিস বিভাগের দুটি ইঊনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এর আগেই কলনির চারটি ঘরের সবকিছু পুড়ে যায়। এদিকে পাশাপাশি আরও চারটি ঘরে আগুন না লাগলেও ব্যাপক ক্ষতির দাবি করা হয়েছে। অপরদিকে কিভাবে অগ্নিকান্ডের সুত্রপাত ফায়ার সার্ভিস বিভাগ এখনো জানাতে পারেনি। তবে স্থানীয় লোকজনরা ধারনা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। ফায়ার সার্ভিস বিভাগ ক্ষয়ক্ষতি নিরুপন করছে। এসময় অগ্নিকান্ডের খোজখবর নিতে শ্যামলী এলাকায় পরিদর্শন করেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান ,১ নং ওয়ার্ডের কাউন্সিলার পার্থ সারথী পাল।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার জিতু তালুকদার জানান, ঘরগুলো তালাবদ্ধ ছিল। আগুনের সূত্রপাত কি ভাবে ঘটেছে এই মুহুর্থে তদন্তর ছাড়া বলা যাচ্ছে না। তবে ক্ষয়ক্ষতির পরিমান প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে প্রায় ১০ লক্ষ টাকা হবে।
এ দিকে এ ঘটনার পর সেখানে উপস্থিত হন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, মুঠোফোনে আলাপকালে মেয়র জানান, আগুনে ক্ষতিগ্রস্তদের সবধরনের সহায়তা দেয়া হবে পৌরসভার পক্ষ থেকে।পাশাপাশি ক্ষতিগ্রস্ত ঘরটি সংস্কার করতেও মালিকপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম রোববার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech