প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৩
মনজু বিজয় চৌধুরী॥ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
২৩ এপ্রিল রবিবার মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে এই ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
উক্ত অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় শেষে পুলিশ লাইন্স ড্রিল শেডে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব ড. উর্মি বিনতে সালাম, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট রাধাপদ দেব সজল, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রমাকান্ত দাস গুপ্ত ও সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল হোসেন ইকবাল, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech