প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৩
মনজু বিজয় চৌধুরী॥ ঈদের আনন্দ উপভোগ করতে নানা বাড়িতে আসা তপু আহমদ (২৩) লাশ হয়ে ফিরলো বাড়িতে। জানা যায়, ২৪ এপ্রিল সোমবার মৌলভীবাজার সদর উপজেলার বেকামুড়া গ্রামের আব্দুন নূরের ছেলে তপু আহমদ শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে। মোবাইলে ফ্যাক্সিলোড করার জন্য ময়দার মিলের সামনে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী হবিগঞ্জ বিরতিহীন গাড়ী তাকে চাপা দেয়। দূর্ঘটনায় তপুর মাথার ডানদিকে আঘাত ও উরুর হার ভেঙে গুরুতর রক্তাক্ত জখম হয়। শ্রীমঙ্গল থানা পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে অবজারবশনে রাখা অবস্থায় তার মৃত্যু হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর সরদার জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে ড্রাইভার সুযোগ বুঝে পালিয়ে যায়।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech