প্রেমনগর চা বাগানে ঘর মেরামতের দাবিতে প্রায় তিন ঘন্টা কর্মবিরতি পালন

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৩

প্রেমনগর চা বাগানে ঘর মেরামতের দাবিতে প্রায় তিন ঘন্টা কর্মবিরতি পালন

 মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজারের সদর উপজেলার বেমরকারি মালিকানাধীন প্রেমনগর চা বাগানে ঘর মেরামতের দাবিতে প্রায় তিন ঘন্টা কর্মবিরতি পালন করেছে সাধারণ চা শ্রমিকরা। ২৫ এপ্রিল মঙ্গলবার সকাল ৯টা থেকে বাগানের সাধারণ শ্রমিকরা কাজে না গিয়ে বাগানের বাগান অফিসের সামনে অবস্থান নেয়। পরে দুপুর ১২ টার দিকে বাগান ব্যবস্থাপক কর্তৃক ঘর মেরামতের আশ্বাস প্রদান করায় শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে।
বাগানের পঞ্চায়েত কমিটির সেক্রেটারি সুভাষ কর্মকার বলেন, ‘নিয়ম অনুযায়ী বর্ষা মৌসুমের শুরুতে শ্রমিকদের কাঁচা ঘরবাড়ি এনটিসি কোম্পানি কর্তৃক মেরামত করে দেবার কথা। কিন্তু বর্তমান বর্ষা মৌসুমে ঘর মেরামত করে না দেয়া আমরা আন্দোলন করছি। এ নিয়ে তারা ২৫ এপ্রিল মঙ্গলবার কর্মবিরতির ডাক দিলে কোম্পানি কর্তৃক আমাদের ঘর মেরামতের আশ্বাস দিলে দুপুর ১২টার দিকে আমরা আন্দোরন প্রত্যাহার করি।’
গিয়াসনগর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য কয়েস আহমদ বলেন, ‘আমার ওয়ার্ডের প্রেমনগর চা বাগানের শ্রমিকরা সকাল ৯টা থেকে ঘর মেরামতের দাবিতে কর্মবিরতি শুরু করে। দুপুর বারোটার দিকে কর্মবিরতিতে যাওয়া চা শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করেন।’
এ ব্যাপারে বাগান কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার বাগান ব্যবস্থাপকের মুঠোফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।

0Shares