প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৩
স্পোর্টস ডেস্ক :: অনেক আগে থেকেই শোনা যাচ্ছিলো জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করবেন রোনালদো। একছাদের নিচে সাত বছর একসঙ্গে থাকলেন তারা, সন্তানও হয়েছে কয়েকটি। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর বিয়ের সিদ্ধান্তও ছিলো তাদের; কিন্তু এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা। রোনালদো এবং জর্জিনা রদ্রিগেজের মধ্যে বিচ্ছেদ হওয়া নাকি এখন সময়ের ব্যাপার মাত্র।
পর্তুগালের সংবাদমাধ্যমের দাবি, সাত বছরের সম্পর্ক শেষ হওয়া শুধু সময়ের অপেক্ষা! রোনালদো এবং জর্জিনা রদ্রিগেজের সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। একাধিক বিষয় নিয়ে তাদের মতবিরোধ চরমে পৌঁছেছে।
রোনালদো-জর্জিনার সেই সুখের দিন এখন অতীত। নানা খবর ছড়াচ্ছে তাদের বিচ্ছেদের সম্ভাবনাকে কেন্দ্র করে। হঠাৎ কী হল তাদের? সঙ্গীনি জর্জিনার উপর কেন চটেছেন রোনালদো?
পর্তুগালের একটি টেলিভিশন অনুষ্ঠানে রোনালদোর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত সাংবাদিক ড্যানিয়েল নাসিমেন্তোর দাবি, রোনালদো-জর্জিনার প্রেম আর নেই। বিচ্ছেদ সময়ের অপেক্ষা। তিনি বলেছেন, ‘গত কয়েক মাস ধরে এই কথাটা আমি বলছি। ওরা ভাল নেই। ওদের বিচ্ছেদ হওয়ার সম্ভাবনাই বেশি। জর্জিনাকে নিয়ে রোনালদো অত্যন্ত বিরক্ত। এটাই সত্যি। বারবার বলছি, ওদের বিয়ের হওয়ার আর কোনও সম্ভাবনা নেই। ওরা দু’জনে মিলে পরবর্তী সিদ্ধান্ত নেবে।’
ওই টেলিভিশন অনুষ্ঠানে ছিলেন কুইন্টিনো এরিস নামে এক মনোবিদ। তার পর্যবেক্ষণ, গত কয়েক মাসে রোনালদো এবং জর্জিনার আচরণে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। কোনও অনুষ্ঠানে পরস্পরের প্রতি তাদের আচরণ আগের মতো দেখাচ্ছে না। তিনি বলেছেন, ‘রোনালদোর আচরণ থেকে দু’টি বিষয় বোঝা যাচ্ছে। প্রথমত, ব্যক্তিগত জীবন নিয়ে সে খুব একটা খুশি নয়। দ্বিতীয়ত, মায়ের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে। পরিবারের সঙ্গ আগের মতো উপভোগ করছে না। কিছুটা শান্তও মনে হচ্ছে রোনালদোকে। কারণটা হয়তো আমরা সবাই বুঝতে পারছি।’
দূরত্ব নিয়ে এক ছাদের তলায় কিভাবে একসঙ্গে দিন কাটাচ্ছেন রোনালদো এবং জর্জিনা? নাসিমেন্তো জানিয়েছেন, ‘রোনালদো একদমই খুশি নেই। জর্জিনা দিনের বড় একটা সময় কাটায় রিয়াদের শপিং মলগুলোয়। প্রচুর খরচ করে। রোনালেদোর এটা পছন্দ নয়। জর্জিনা আসলে নিজেকে রোনালদোর সমমানের মনে করে। সে ভাবে নিজেকে উপস্থাপিত করতে। অথচ, এটাও রোনালদো একদম পছন্দ করেন না।’
রোনালদো-জর্জিনা বিচ্ছেদ নিয়ে গুঞ্জনে গা ভাসাতে রাজি নন পর্তুগিজ অধিনায়কের বান্ধবী ফিলিপা কাস্ত্রো। তিনি বলেছেন, ‘আমি ১০০ শতাংশ নিশ্চিত। আমার সূত্র অত্যন্ত বিশ্বস্ত। ওরা দু’জনে যথেষ্ট ভালো রয়েছে। এগুলো শুধু গল্প, রটনা। গুজব ছড়ানো হচ্ছে। যারা ওদের পছন্দ করে না, এ সব তাদের তৈরি। ওরা দু’জন পরস্পরকে যথেষ্ট ভালোবাসে। কোনও সমস্যা নেই।’
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech