প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৩
ডায়ালসিলেট ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে ২০২৩-২৪ নিলাম বর্ষের প্রথম চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে সাবারি টি প্ল্যান্টেশন এর গ্রীনটি সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে। যার প্রতি কেজি দাম ছিল ১ হাজার ৯৫০ টাকা।
বুধবার ২৬ এপ্রিল শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রের অস্থায়ী কার্যালয় জেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ নিলাম অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গলের পাঁচটি ব্রোকারস হাউস মিলিয়ে প্রায় ৪০ জন বায়ার নিলামে অংশগ্রহণ করেন। এতে ৫৫ হাজার ৩ দশমিক ৬৫ কেজি চা পাতা নিলামে উঠে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৩২ লাখ ৮৭৬ টাকা।
এদিকে গত ২০২২-২৩ অর্থবছরে ১০ লাখ ৯২ হাজার ৯৩ দশমিক ৪৬ কেজি চা পাতা বিক্রি হয়েছে। যার মূল্য ছিল ১৯ কোটি ২ লাখ ২৫ হাজার ১৪৪ দশমিক ৩০ টাকা। গড় বিক্রয় মূল্য ছিল ১৭৪ দশমিক ১৮ টাকা।
শ্রীমঙ্গল ব্রোকার্সের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ শেয়ার বিজকে জানান, ‘২০২৩-২৪ নিলাম বর্ষে আজকের নিলামে ৫টি ব্রোকার্স হাউস অংশগ্রহণ করে। প্রায় ৫৫ হাজার কেজি চা পাতা অপারিং হয়েছে। এতে প্রায় ১৫/১৬ চা বাগান এখানে চা দিয়েছে এবং ভালো চায়ের দাম বেশী পেয়েছে। সাবারি গ্রীনটি ১৯৫০ টাকা কেজি দামে বিক্রি হয়েছে। নন্দরানী চা বাগানের চা সর্বোচ্চ ২৮১ টাকা এবং দিলকুশা চা বাগানের চা ২৮১ টাকা বিক্রি হয়। আমরা আশাবাদী এখানে ভালো চা অপারিং করলে ভালো দাম পাবে। এবং বায়াররাও অংশগ্রহণ করবে। আমরা আশা করবো এবং অনুরোধ করবো সিলেট ভ্যালীর যে, বাগান মালিকরা আছে তারা এখানে অন্তত ৫% বা ১০% চা অপারিং করেন তাহলে আমরা ভালো দাম দেওয়ার চেষ্টা করবো।’
বাংলাদেশ চা বোর্ড সুত্রে জানা যায়, ‘২০২৩-২০২৪ অর্থ বছরে শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে মোট ২৩টি চা নিলাম অনুষ্ঠিত হবে। চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে ১৮টি এবং আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে ৫টি নিলাম অনুষ্ঠিত হবে। সপ্তাহের মাঝে শুধুমাত্র বুধবার ভিন্ন ভিন্ন তারিখে নিলামের মাধ্যমে চা ক্রয়বিক্রয় করা হবে।’
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech