শ্রীমঙ্গল পুলিশের অভিযানে ৪০ লিটার চোলাইমদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৩

শ্রীমঙ্গল  পুলিশের অভিযানে ৪০ লিটার চোলাইমদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডায়ালসিলেট ডেস্ক: অফিসার ইনচার্জ, শ্রীমঙ্গল থানা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক এসআই (নিঃ)/দূর্জয় সরকার সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায়  শ্রীমঙ্গল থানাধীন ৯নং সাতগাঁও ইউপিস্থ আমরাইল ছড়া চা বাগানে আসামী রাম রবিদাস এর বসত বাড়িতে অভিযান চালায় ৪০ (চল্লিশ) লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ গ্রেফতার করেন। ২৫ এপ্রিল আসামীর নাম  রাম রবিদাস (৪২), পিতা-মৃত শ্রী পূজন রবিদাস প্রকাশ ভটকা, মাতা-মৃত রাম রতি রবিদাস, সাং-আমরাইল ছড়া চা বাগান (কালিপাড়া), ৯নং সাতগাঁও ইউনিয়ন, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার’কে  উক্ত বিষয়ে মাদক আইনে একটি মামলা রুজু হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
0Shares