প্রকাশিত: ২:২৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৩
স্পোর্টস ডেস্ক :: প্রথম বিদেশ সফরে সিঙ্গাপুরে অবস্থান করছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। সেখানে আজ বুধবার শুরু হচ্ছে এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ড। উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশ মুখোমুখি হচ্ছে তুর্কমেনিস্তানের। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুরের জানাল বিসার স্টেডিয়ামে।
বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশ এখন সমীহ করা এক দল। বিশেষ করে দক্ষিণ এশিয়ার টুর্নামেন্টগুলোয়। এই কিছুদিন আগেই ঢাকায় মেয়েদের এই দলটি অংশ নিয়েছিল সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে। সেখানে ভারতকে টপকে রানার্সআপ হয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে অনূর্ধ্ব-১৭ বয়সের মেয়েদের দল প্রথম খেলতে গেছে বিদেশে। প্রথম হলেও দলের আত্মবিশ্বাসের কমতি নেই।
তুর্কমেনিস্তান বাংলাদেশকে সমীহ করলেও প্রতিপক্ষকে ছোট করে দেখছেন না বাংলাদেশ দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন। তবে জয় পেতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। ম্যাচে নিজেদের স্বাভাবিক খেলাটা যাতে মেয়েরা খেলতে পারে, দেশবাসীর কাছে সেই দোয়াই চেয়েছেন তিনি।
মঙ্গলবার রাতে ম্যাচ ভেন্যু জালান বিসার স্টেডিয়ামে প্রথম অফিসিয়াল ট্রেনিং বাংলাদেশের। সিঙ্গাপুরে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আমরা ভালো প্রস্তুতি নিয়েই বাংলাদেশ থেকে এখানে এসেছি। সিঙ্গাপুর আসার পরও মেয়েরা সবাই সুস্থ আছে। সকালে স্ট্রেচিং সেশন করেছি। রাতে (মঙ্গলবার) ট্রেনিং সেশন আছে। আশা করি ভালো একটা ট্রেনিং সেশন আমরা সম্পন্ন করবো। মেয়েরা মাঠের সঙ্গেও পরিচিত হবে।’
‘বুধবার আমাদের প্রথম ম্যাচ তুর্কমেনিস্তানের বিপক্ষে। খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচটা। মেয়েরা প্রস্তুত। আশা করি মেয়েরা তাদের স্বাভাবিক খেলা খেলবে এবং জয় নিয়েই মাঠ ছাড়বে। দেশবাসীর কাছে দোয়া চাই, মেয়েরা যেন তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে এবং ম্যাচে সর্বশক্তি প্রয়োগ করতে পারে’-বলেছেন গোলাম রব্বানী ছোটন।
প্রতিপক্ষ তুর্কমেনিস্তান সম্পর্কে বাংলাদেশ দলের কোচ বলেছেন, ‘যদিও তুর্কেমেনিস্তান কোচ প্রেস কনফারেন্সে বলেছেন তারা এখানে তাদের সাধ্যমত খেলবে। প্রতিপক্ষ যেই হোক ম্যাচের আগে তাদের শক্তিধর মনে করি এবং সম্মান জানাই। মেয়েরা যদি তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে, আমরা অবশ্যই জয় নিয়ে মাঠ ছাড়বো।’
দলের অন্যতম ডিফেন্ডার অর্পিতা বিশ্বাস বলেন, ‘আমরা সবাই সাফে খেলার পর থেকে কঠোর পরিশ্রম করছি এএফসির এই বাছাই পর্বে ভালো ফলাফল করতে। দলের সবাই ভালো এবং সুস্থ আছে। দেশবাসীর কাছে দোয়া চাই।’
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech